মারমা স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় রুমায় বিক্ষোভ, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মারমা স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় রুমায় বিক্ষোভ, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মারমা স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় রুমায় বিক্ষোভ, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়ের এক মারমা ছাত্রীকে স্বজাতির ৫ যুবক কর্তৃক দলবদ্ধ ধর্ষণের ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় মারমা যুবসমাজ।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন। রুমা বাজার প্রদক্ষিণ শেষে হিন্দু মন্দির প্রাঙ্গণে গিয়ে কর্মসূচি শেষ হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মারমা যুবসমাজের সভাপতি মংহাইনু মারমা। উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের যুবনেতা রিপন ত্রিপুরা, নারীবাদী প্রতিনিধি রেএংময় বমসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, ইতোমধ্যেই গ্রেপ্তার হওয়া তিনজন আসামির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং পলাতক দুই আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

প্রেস ক্লাব সভাপতি শৈহ্লাচিং মারমা অভিযোগ করেন, “এটি একটি স্পষ্ট ফৌজদারি মামলা হওয়া সত্ত্বেও কিছু স্থানীয় প্রভাবশালী ব্যক্তি সামাজিক বিচারের নামে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। যারা ধর্ষণের মতো অপরাধ আড়াল করতে চাইছে, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।”

এ সময় মারমা যুবসমাজের সভাপতি মংহাইনু মারমা পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ধর্ষণের ঘটনা কোনোভাবেই ধামাচাপা দেওয়া যাবে না। সব আসামিকে গ্রেপ্তার করে দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।”

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় অধিবাসীরাও ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার দাবি করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।