ঢাকায় সোমবার শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন
 
                 
নিউজ ডেস্ক
বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সমন্বয় সম্মেলন আগামী সোমবার ঢাকায় শুরু হচ্ছে। চার দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে।
বাংলাদেশের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ভারতের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী।
সরকারি সূত্র জানিয়েছে, এবারের বৈঠকে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের ওপর গুলিবর্ষণ, ভারত থেকে বাংলাদেশে লোক ঠেলে পাঠানো (পুশ ইন), সীমান্ত পথে মাদক ও অস্ত্র পাচার এবং বিভিন্ন ধরনের চোরাচালান ইস্যু প্রাধান্য পাবে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় ১৫০ গজের মধ্যে অননুমোদিত অবকাঠামো নির্মাণ, সীমান্ত নদীর তীর সংরক্ষণ ও সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন নিয়েও আলোচনা হবে।
অন্যদিকে বিএসএফের এক বিবৃতিতে বলা হয়েছে, সীমান্তের অবকাঠামোগত সমস্যা, আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং একক-সারি বেড়া নির্মাণ বিষয়গুলোও আলোচনায় আসবে।
বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সর্বশেষ বৈঠক হয় গত ফেব্রুয়ারিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
