সেপ্টেম্বরে মিয়ানমার সফর করবে আসিয়ান প্রতিনিধি দল
![]()
নিউজ ডেস্ক
দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন আসিয়ান-এর চার সদস্যের একটি প্রতিনিধি দল আগামী ১৯ সেপ্টেম্বর নেপিদো সফর করবে। ওই সফরে তারা মিয়ানমারের নবগঠিত স্টেট সিকিউরিটি অ্যান্ড পিস কমিশন (এসএসপিসি)-এর নেতাদের সাথে আসন্ন নির্বাচন এবং আসিয়ান শান্তি প্রক্রিয়া বাস্তবায়ন সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। কূটনৈতিক সূত্রের বরাতে এ খবর জানিয়েছে দ্য ইরাবতী।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির দলের নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী।
অভ্যুত্থানের পর মিয়ানমারের তৎকালীন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট উ মিন্ট সোয়ে এক বছরের জরুরি অবস্থা ঘোষণা করেন এবং সার্বভৌম ক্ষমতা কমান্ডার-ইন-চিফ তথা সেনাপ্রধানের কাছে হস্তান্তর করেন।
কমান্ডার-ইন-চিফের কার্যালয় এরপর ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিলের (এনডিএসসি) অধীনে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল (এসএসি) নামে নতুন সরকার গঠন করে, যার চেয়ারম্যান হন সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং।
সাড়ে চার বছর দেশ পরিচালনার পর পরিকল্পিত জাতীয় নির্বাচনকে সামনে রেখে চলতি বছরের জুলাই মাসের শেষের দিকে এসএসি ভেঙে দেয়া হয়। সেই জায়গায় অন্তর্বর্তী সরকার এসএসপিসি গঠন করা হয় এবং দেশটির শাসকগোষ্ঠীর দীর্ঘ-পরিকল্পিত রাজনৈতিক উত্তরণের লক্ষ্যে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়।
এই পদক্ষেপের ফলে মিয়ানমারের শাসন অবস্থায় বড় কোনো পরিবর্তন হয়নি। কারণ সামরিক অভ্যুত্থানের নেতা মিন অং হ্লাইং এখনও ভারপ্রাপ্ত প্রেসিডেন্টসহ সব গুরুত্বপূর্ণ ক্ষমতা বহাল রেখেছেন। পাশাপাশি তিনি সামরিক বাহিনী প্রধানের পদও ধরে রেখেছেন।
গত ১৮ আগস্ট মিয়ানমারের নির্বাচন কমিশন দেশটির সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করে। ভোট গ্রহণ শুরু হবে ২৮ ডিসেম্বর। এরপর ধাপে ধাপে ভোট অনুষ্ঠিত হবে। এরপর গত বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম দফায় দেশটির প্রায় এক-তৃতীয়াংশ তথা ২৬৭টি টাউনশিপে ভোট হবে।
মিয়ানমারজুড়ে লড়াই-সংঘাত অব্যাহত রয়েছে। দেশের বিশাল এলাকা সরকারের নিয়ন্ত্রণের বাইরে। এর মধ্যে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে বিরোধীদের বেশিরভাগই এই নির্বাচন বয়কট করছে।
এমন পরিস্থিতিতে নির্বাচন ও শান্তি প্রক্রিয়ার বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য মিয়ানমারে যাচ্ছে আসিয়ান প্রতিনিধি দল। গত মাসে সংগঠনটির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই সংস্থাটি সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং-এর সাথে আলোচনার জন্য মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, লাওস এবং থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল পাঠাতে সম্মত হয়।
প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান। কূটনৈতিক সূত্র মতে, ‘এটি হবে আসিয়ান প্রতিনিধি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর। কারণ এই সফরের মধ্যদিয়ে মিয়ানমার বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারিত হবে, বিশেষ করে নির্বাচনের বিষয়ে।’
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।