ডাকসু নির্বাচনে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার নিয়ে বিতর্ক, বিচ্ছিন্নতাবাদীদের সক্রিয় করার অভিযোগ

ডাকসু নির্বাচনে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার নিয়ে বিতর্ক, বিচ্ছিন্নতাবাদীদের সক্রিয় করার অভিযোগ

ডাকসু নির্বাচনে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার নিয়ে বিতর্ক, বিচ্ছিন্নতাবাদীদের সক্রিয় করার অভিযোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ডাকসু ফর চেঞ্জ’ প্যানেলের নেতারা অভিযোগ করেছেন, সংবিধানে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার নিষিদ্ধ থাকলেও একটি সংগঠন বিশ্ববিদ্যালয়ে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদীদের সক্রিয় করার চেষ্টা করছে।

শনিবার (২৩ আগস্ট) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এজিএস পদপ্রার্থী রাকিবুল ইসলাম বলেন, “সংবিধানে স্পষ্টভাবে ‘উপজাতি’ শব্দ ব্যবহার করা হলেও একটি গ্রুপ নিজেদের প্যানেলে ‘আদিবাসী’ উল্লেখ করছে। এটি সরাসরি সংবিধান ও রাষ্ট্রবিরোধী অবস্থান।” তিনি দাবি করেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ঢাবি ক্যাম্পাসে “বিচ্ছিন্নতাবাদীদের মঞ্চ” তৈরি করে দেওয়া হচ্ছে।

অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বামপন্থি ছাত্র সংগঠনগুলোর প্রার্থী মেঘমল্লার বসু। ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী হিসেবে তিনি নিজের প্রচারণায় লিখেছেন, “আমাদের প্যানেলে কোনো উপজাতি নেই, তিনজন আদিবাসী প্রতিনিধি আছেন।” একই সঙ্গে তাদের এজেন্ডায় নারী, আদিবাসী ও প্রতিবন্ধীসহ প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার অঙ্গীকার করা হয়েছে।

এই প্রসঙ্গ ঘিরে ছাত্র অধিকার পরিষদসহ কিছু সংগঠন বামজোটকে “সংবিধানবিরোধী শব্দচয়ন” এবং “বিচ্ছিন্নতাবাদ উসকে দেওয়ার” অভিযোগ তুলছে।

উল্লেখ্য, ডাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ১১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।