আসামে ১১ কোটি টাকার মাদক জব্দ, গ্রেপ্তার ২ পাচারকারী

আসামে ১১ কোটি টাকার মাদক জব্দ, গ্রেপ্তার ২ পাচারকারী

আসামে ১১ কোটি টাকার মাদক জব্দ, গ্রেপ্তার ২ পাচারকারী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসামের করবি আংলং জেলায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে পুলিশ। গতকাল রাতে জেলার সিক্স মাইল এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজির বেশি মরফিন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা। এ ঘটনায় দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

কর্নবি আংলং পুলিশ জানায়, অভিযানে ১০.৭১২ কেজি মরফিন জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব মাদক সীমান্ত পেরিয়ে অন্যত্র পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে পুলিশের সফল অভিযানের প্রশংসা করেন। তিনি লেখেন, “করবি আংলং জেলার সিক্স মাইল এলাকায় ১০.৭১২ কেজি মরফিন জব্দ করা হয়েছে এবং দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ‘Assam Against Drugs’ অভিযানে আসাম পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। আমরা রাজ্যে মাদকচক্রের মেরুদণ্ড ভেঙে দেব।”

উল্লেখ্য, আফিমজাত মাদক মরফিন আসামের বিভিন্ন আদিবাসী এলাকায় দীর্ঘদিন ধরে বিক্রি হয়ে আসছে। তবে পুলিশ ও প্রশাসনের কঠোর অবস্থানের কারণে সাম্প্রতিক সময়ে এসব মাদক পাচারকারীদের ধরপাকড় বাড়ানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed