মিজোরামে আশ্রয় নিয়েছেন ২৯ হাজারের বেশি মিয়ানমার নাগরিক

মিজোরামে আশ্রয় নিয়েছেন ২৯ হাজারের বেশি মিয়ানমার নাগরিক

মিজোরামে আশ্রয় নিয়েছেন ২৯ হাজারের বেশি মিয়ানমার নাগরিক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর পালিয়ে আসা বিপুলসংখ্যক নাগরিককে আশ্রয় দিয়েছে প্রতিবেশী ভারত। বর্তমানে ভারতের মিজোরাম রাজ্যে ২৯ হাজারের বেশি মিয়ানমার নাগরিক আশ্রিত রয়েছেন বলে বুধবার রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী কে. সাপদাঙ্গা রাজ্য আইনসভায় জানিয়েছেন।

তিনি জানান, আশ্রয়প্রার্থীদের সঠিক তথ্য সংরক্ষণের জন্য বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম চলছে। ইতোমধ্যে জেলার প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন এলাকায় এসব নাগরিকদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

সরকারি হিসাবে, ১১ আগস্ট পর্যন্ত মিজোরামের বিভিন্ন জেলায় মোট ২৯,০৪৬ জন মিয়ানমার নাগরিক অবস্থান করছেন।

উল্লেখ্য, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে হাজার হাজার মানুষ মিয়ানমার ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এর মধ্যে সীমান্তঘেঁষা মিজোরাম সবচেয়ে বেশি শরণার্থী আশ্রয় দিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।