আসামে পৃথক অভিযানে দুই মাদককারবারি গ্রেপ্তার, কোটি টাকার হেরোইন উদ্ধার

আসামে পৃথক অভিযানে দুই মাদককারবারি গ্রেপ্তার, কোটি টাকার হেরোইন উদ্ধার

আসামে পৃথক অভিযানে দুই মাদককারবারি গ্রেপ্তার, কোটি টাকার হেরোইন উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের আসামের কাছাড় জেলা ও শ্রীভূমিতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ হেরোইনসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, কাছাড় জেলায় চালানো অভিযানে ৪১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং এ ঘটনায় একজনকে আটক করা হয়। একই দিনে শ্রীভূমিতে আরেকটি অভিযানে আরও একজন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৫০ লাখ রুপির বেশি।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পুলিশকে অভিনন্দন জানিয়ে বলেন, “Twice struck, twice stopped”—অর্থাৎ দুইবারই মাদকচক্রের পরিকল্পনা ব্যর্থ করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং মাদক পাচারের বৃহত্তর নেটওয়ার্ক খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, আসাম ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে মাদক পাচার বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান চালাচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed