লংগদুতে সেনা অভিযানে জেএসএস কর্তৃক নিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ
 
                 
নিউজ ডেস্ক
ভারত থেকে অবৈধভাবে চোরাই পথে দেশে আনা বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে মারিশ্যা সংলগ্ন নয় কিলো নামক এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর লংগদু জোনের সদস্যরা।
জানা যায়, সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন জেএসএস এর তিনজন সদস্য ভারতীয় চোরাই সিগারেট ও অন্যান্য মালামাল দীঘিনালা হয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এমন গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জোন অধিনায়ক লেঃ কর্নেল মীর মোর্শেদ এর নির্দেশনায় দুড়ছড়ি সাব জোন ক্যাম্প কমান্ডার মেজর রিফাত বিশেষ টহল দল নিয়ে রাত ১১টার দিকে উক্ত এলাকায় অবস্থান নেন।
এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরবর্তীতে মেজর রিফাতের নেতৃত্বে আশপাশের এলাকা তল্লাশি চালিয়ে নিকটবর্তী জঙ্গল থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়।
সূত্রে জানায়, জেএসএস সদস্যরা দীর্ঘদিন ধরে দীঘিনালা হয়ে খাগড়াছড়িতে সিগারেট চোরাচালান করে আসছে এবং এ কাজে বাঘাইছড়ি-মারিশ্যা এলাকার পাহাড়ি জনপদ ব্যবহার করছে।
বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও অবৈধ কার্যক্রম দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
