থাইল্যান্ডে অনুষ্ঠিত ২৭তম ইন্দো-প্যাসিফিক চিফস অফ ডিফেন্স সম্মেলনে অংশ নিল বাংলাদেশ
![]()
নিউজ ডেস্ক
লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি)-এর নেতৃত্বে চার সদস্যের একটি বাংলাদেশ প্রতিনিধি দল ২৬-২৮ আগস্ট ২০২৫ তারিখে থাইল্যান্ডের হুয়া হিনে অনুষ্ঠিত ২৭তম Annual Indo-Pacific Chiefs of Defence (CHOD) Conference-এ অংশগ্রহণ করে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড ও রয়্যাল থাই আর্মড ফোর্সেসের যৌথ আয়োজনে আয়োজিত তিন দিনব্যাপী এ সম্মেলনে ২৯টি দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও কয়েকটি বহুজাতিক সংস্থা অংশ নেয়। এ বছরের সম্মেলনের প্রতিপাদ্য ছিল “Peace through Strength – Ensuring Security and Prosperity in the Indo-Pacific”।

সম্মেলনের সাইডলাইনে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের (USINDOPACOM) কমান্ডার অ্যাডমিরাল স্যামুয়েল পাপারো, মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনী প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি, নেপাল সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল এবং শ্রীলংকা সেনাবাহিনীর কমান্ডার লাসন্থা রদ্রিগোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এসব বৈঠকে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণে নতুন সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধান নিয়ে আলোচনা হয়।

লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান সম্মেলনের সমাপনী বক্তব্যে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি যৌথ নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপাক্ষিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
একই সময়ে Senior Enlisted Leaders প্রোগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার আফজাল হোসেন অংশগ্রহণ করেন এবং US INDOPACOM-এর CSEL সার্জেন্ট মেজর এরিক কুকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

বাংলাদেশের এ অংশগ্রহণ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকারকে প্রতিফলিত করে। নেতৃত্ব পর্যায়ের এ সংলাপের মাধ্যমে বাংলাদেশ যৌথ নিরাপত্তা প্রচেষ্টা ও আঞ্চলিক-আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।