বান্দরবানে ইটভাটা থেকে ২ শ্রমিককে অপহরণের অভিযোগ

বান্দরবানে ইটভাটা থেকে ২ শ্রমিককে অপহরণের অভিযোগ

বান্দরবানে ইটভাটা থেকে ২ শ্রমিককে অপহরণের অভিযোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের লামারপাড়া এলাকায় একটি ইটভাটা থেকে দুই শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এএইচএন নামের ইটভাটা থেকে তাদের তুলে নেওয়া হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম।

অপহৃতরা হলেন—চট্টগ্রামের লোহাগাড়া সুপছড়ি এলাকার তপন দাশ (৬৫) এবং বান্দরবানের বালাঘাটা এলাকার জয় নাথ (৫৫)। তারা এএইচএন ইটভাটায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

ইটভাটার কর্মচারী সুনিল দাশ জানান, সেদিন রাতে বাজার থেকে ফিরে রান্না শেষ করে অপহৃতদের রুমে খাবার দিতে গেলে কাউকে পাননি। ডাকাডাকির পরও সাড়া না পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে তপন দাশের মোবাইলে কল করলে অচেনা একজন ফোন রিসিভ করে জানান, তারা ইটভাটার বিষয়ে আলোচনা করছেন এবং আশপাশেই আছেন। পরবর্তীতে ওই নম্বরে আর যোগাযোগ সম্ভব হয়নি।

সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, ইটভাটা থেকে দুই শ্রমিককে দুর্বৃত্তরা অপহরণ করেছে। পায়ের ছাপ দেখে ধারণা করা হচ্ছে, ঝিরির পথ ধরে তাদের নিয়ে যাওয়া হয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও জানা যায়নি।

ইটভাটার মালিক আব্দুল কুদ্দুছ বলেন, আমার ভাটা থেকে দুইজনকে অপহরণ করেছে শুনেছি। আমাদের কারো সঙ্গে কোনো বিরোধ বা লেনদেন নেই।

বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বলেন, অপহরণের খবর আমরা পেয়েছি। ইতোমধ্যে পুলিশ টিম ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে। তবে কারা শ্রমিকদের নিয়ে গেছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বান্দরবান পাহাড়ি এলাকায় এর আগে বিভিন্ন সময়ে অপহরণের ঘটনা ঘটেছে। শ্রমিকদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।