সেনাবাহিনীর তৎপরতায় দেড় বছর পর অপহৃত সন্তান ফিরে পেল মাগুরার কৃষক পরিবার

সেনাবাহিনীর তৎপরতায় দেড় বছর পর অপহৃত সন্তান ফিরে পেল মাগুরার কৃষক পরিবার

সেনাবাহিনীর তৎপরতায় দেড় বছর পর অপহৃত সন্তান ফিরে পেল মাগুরার কৃষক পরিবার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দীর্ঘ দেড় বছর পর সেনাবাহিনীর সফল অভিযানে নিখোঁজ সন্তানকে ফিরে পেয়ে অশ্রুসিক্ত আনন্দে ভেসেছে মাগুরার এক দরিদ্র কৃষক পরিবার।

গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মাগুরা সেনা ক্যাম্পের তৎপরতায় মহম্মদপুর উপজেলার বরুরিয়া গ্রামের কৃষক বাদশা শেখের ১৪ বছর বয়সী ছেলে মো. আরশাদুল শেখকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, মানসিকভাবে অসুস্থ (বুদ্ধি প্রতিবন্ধী) কিশোর আরশাদুলকে গত বছর ফেব্রুয়ারি মাসে মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা গ্রামের মো. লিটন শেখ কৌশলে অপহরণ করে ফরিদপুরে নিয়ে যায়। পরে অপহরণকারী তাকে নিজের সন্তান পরিচয় দিয়ে একটি মৎস্য খামারে চাকরিতে নিয়োগ করায় এবং দীর্ঘদিন তার উপার্জিত টাকাও ভোগ করে। চলতি বছরের ১ ফেব্রুয়ারি লিটন শেখ আরশাদুলকে আবার মাগুরা সদরে এনে একটি পোল্ট্রি ফার্মে কাজ করতে বাধ্য করে।

সন্তান নিখোঁজের কারণে দেড় বছর ধরে অসহায় পরিবারের মাঝে শোক আর হতাশা নেমে আসে। অবশেষে গত আগস্টের শেষ দিকে ছেলেকে মাগুরা সদরে দেখা গেছে এমন তথ্য পেয়ে বাদশা শেখ সেনাবাহিনীর কাছে সাহায্য চান। অভিযোগ পাওয়ার পর মাগুরা সেনা ক্যাম্প তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণ করে উদ্ধার অভিযান শুরু করে।

সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার রবিউল ইসলাম জানান, দ্রুত তল্লাশি চালিয়ে মাগুরা সদর উপজেলার কাদিরপাড় এলাকা থেকে কিশোর আরশাদুলকে উদ্ধার করা হয়। পরে সে নিজেও তার বাবা-মাকে শনাক্ত করতে সক্ষম হয়। যাচাই-বাছাই শেষে শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, অপহরণের খবর পেয়ে প্রধান অভিযুক্ত লিটন শেখ পালিয়ে যায়। তবে পোল্ট্রি ফার্মের মালিক অপহরণের বিষয়টি অস্বীকার করায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার পর সন্তানকে ফিরে পেয়ে দরিদ্র কৃষক বাদশা শেখ ও তার স্ত্রী অশ্রুসিক্ত কণ্ঠে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেনাবাহিনী শুধু নিখোঁজ সন্তানকে উদ্ধার করেই ক্ষান্ত হয়নি; বরং মানবিক সহায়তার অংশ হিসেবে হতদরিদ্র পরিবারটিকে আর্থিক অনুদানও প্রদান করেছে।

স্থানীয়রা বলেন, সেনাবাহিনীর এই সাহসী ও মানবিক ভূমিকা সত্যিই প্রশংসনীয়। জননিরাপত্তা ও মানুষের কল্যাণে সেনাবাহিনী সবসময় যেমন পাশে থেকেছে, তেমনি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তাদের বিশ্বাস।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।