আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের জরুরি ত্রাণ সহায়তা প্রেরণ

আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের জরুরি ত্রাণ সহায়তা প্রেরণ

আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের জরুরি ত্রাণ সহায়তা প্রেরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গত ৩১ আগস্ট স্থানীয় সময় রাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬.০ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ এই দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ২২০৫ জন নিহত, ৩৬৪০ জন আহত এবং ৮ হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি খাদ্য, পানি, আশ্রয় এবং জরুরি চিকিৎসার অভাব দেখা দিয়েছে। ফলে দেশটিতে মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

বন্ধুপ্রতীম আফগানিস্তানের এই মানবিক দুর্যোগে গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ।

আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের জরুরি ত্রাণ সহায়তা প্রেরণ

প্রধান উপদেষ্টার নির্দেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা পাঠানো হয়েছে।

আজ শুক্রবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান ১১.২২৭ টন ত্রাণ সামগ্রী নিয়ে আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা দেয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে—তাঁবু, কম্বল, শীতবস্ত্র, খাবার পানি, শুকনো খাবার, কাপড়, বিস্কুট, মিল্ক পাউডার, নুডুলস এবং ওষুধ। সহায়তা হস্তান্তর শেষে বিমানটি দেশে ফিরে আসবে।

আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের জরুরি ত্রাণ সহায়তা প্রেরণ

এ উপলক্ষে সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন, এসইউপি, এনডিসি, পিএসসি এক প্রেস ব্রিফিং করেন।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বাস করে, এ ত্রাণ সহায়তা আফগানিস্তানে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কিছুটা লাঘব করবে। পাশাপাশি, ভবিষ্যতেও সরকারের নির্দেশনায় বৈশ্বিক মানবিক সহায়তা কার্যক্রমে আত্মনিয়োগে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।