সিলেট সীমান্তে ৫৩ মহিষসহ ভারতীয় মালামাল জব্দ করল বিজিবি
 
                 
নিউজ ডেস্ক
সিলেটের জৈন্তাপুর সীমান্তে ৫৩টি মহিষসহ ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে বিজিবি জকিগঞ্জ ১৯ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে জৈন্তাপুরের সারিঘাট এলাকায়, সীমান্ত জিরো লাইন থেকে সাড়ে ৩ কিলোমিটার ভেতরে এসব মহিষ আটক করা হয়।
বিজিবি জানায়, আটক মহিষের সিজার মূল্য প্রায় ৯৯ লাখ ৪০ হাজার টাকা।
এর আগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) জৈন্তাপুর বিওপির একটি আভিযানিক টহল দল পরিত্যক্ত অবস্থায় ৪টি ভারতীয় কম্বল জব্দ করে, যার সিজার মূল্য ৩২ হাজার টাকা।
বিজিবি জকিগঞ্জ ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
