মানবিক সহায়তার অংশ হিসেবে সেন্টমার্টিন দ্বীপে নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ নৌবাহিনী মানবিক সহায়তার অংশ হিসেবে সেন্টমার্টিন দ্বীপের দরিদ্র ও অসহায় বাসিন্দাদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেছে।
আজ মঙ্গলবার নৌবাহিনী ফ্লিটের তত্ত্বাবধানে ‘বানৌজা সমুদ্র অভিযান’ জাহাজের অভিজ্ঞ চিকিৎসক দল ৬ নং সেন্টমার্টিন ইউনিয়নস্থ ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প আয়োজন করে।
এ ক্যাম্পে সাত শতাধিক নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসা গ্রহণ করেন। রোগ নির্ণয়, স্বাস্থ্যগত পরামর্শ প্রদান ছাড়াও সেবা গ্রহণকারীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

স্থানীয়রা নৌবাহিনীর এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দ্বীপে চিকিৎসা সুবিধা সীমিত হলেও নৌবাহিনীর নিয়মিত মেডিকেল ক্যাম্প তাদের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, সেন্টমার্টিন দ্বীপের জনস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে। ভবিষ্যতেও উপকূলীয় ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে নৌবাহিনী সূত্রে জানা গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।