ত্রিপুরার সাবরুমে বিএসএফ সদস্যের রহস্যজনক মৃত্যু

ত্রিপুরার সাবরুমে বিএসএফ সদস্যের রহস্যজনক মৃত্যু

ত্রিপুরার সাবরুমে বিএসএফ সদস্যের রহস্যজনক মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের ত্রিপুরার দক্ষিণ জেলার সাবরুমে কর্মরত এক বিএসএফ সদস্য রহস্যজনকভাবে মারা গেছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে। এতে সহকর্মী ও কর্মকর্তারা হতবাক হয়েছেন।

মৃত সদস্যের নাম লালু মুর্মু (বয়স ৪০), তিনি বিএসএফের ১২১ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন এবং ভারতের ওডিশা রাজ্যের বাসিন্দা। জানা যায়, সকালে শৌচাগার থেকে ফেরার পর হঠাৎ করে তিনি ক্যাম্পে অচেতন হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন এবং সাবরুম উপ-জেলা হাসপাতালে নিয়ে যান।

তবে দায়িত্বরত চিকিৎসক ডা. প্রীতম দাস তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি স্থানীয় থানাকে জানিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাবরুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় কর্মরত আধাসামরিক বাহিনীর সদস্যদের হঠাৎ মৃত্যুর ঘটনা স্থানীয়ভাবে উদ্বেগের জন্ম দেয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।