মায়ানমারে অবৈধ পণ্য পাচারের সময় ১১ জনকে আটক করল নৌবাহিনী

মায়ানমারে অবৈধ পণ্য পাচারের সময় ১১ জনকে আটক করল নৌবাহিনী

মায়ানমারে অবৈধ পণ্য পাচারের সময় ১১ জনকে আটক করল নৌবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে। গত রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে সেন্টমার্টিনের ছেড়াঁ দ্বীপের দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের জলসীমায় এ অভিযান পরিচালনা করে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’।

নৌবাহিনী জানায়, নিয়মিত টহল চলাকালে জাহাজ থেকে একটি কাঠের বোট শনাক্ত করা হয়। বোটটির গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌবাহিনী ধাওয়া শুরু করে। পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ‘এফ বি আহমদ উল্লাহ মাইজভান্ডারী-১’ নামক বোটটি আটক করা হয়। এ সময় ১১ জন পাচারকারীসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়।

তল্লাশিতে ১৫ হাজার কেজি আলু, ৭৫০ কেজি রসুন, ২ হাজার ৫০০ কেজি ময়দা, ২ হাজার ৫০০ কেজি মসুর ডাল, কোমল পানীয় (টাইগার/স্পিড) ১৪ হাজার ৪০০ পিস, গ্যাস লাইটার ৬০০ পিস, শেভিং ব্লেড ৮০০ পিস, ৩টি মোবাইল ফোন, একটি বাইনোকুলার, একটি কম্পাস ও ৪০০ ফুট কারেন্ট জাল উদ্ধার করা হয়।

আটককৃত পাচারকারী, বোট ও মালামালসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব অটুট রাখা, সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, জলদস্যুতা ও চোরাচালান দমনসহ সামুদ্রিক সম্পদের নিরাপত্তা নিশ্চিতে তাদের নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed