শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সাতক্ষীরায় ৪৮ পূজা মণ্ডপে বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সাতক্ষীরায় ৪৮ পূজা মণ্ডপে বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সাতক্ষীরায় ৪৮ পূজা মণ্ডপে বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বিজিবি। জেলার সীমান্তবর্তী ৪৮টি পূজা মণ্ডপে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে টহল, রেকি ও মোবাইল পেট্রোল কার্যক্রম চালাচ্ছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ভোমরা বিওপির দায়িত্বাধীন ভোমরা পুরাতন হাটখোলা সার্বজনীন পূজা মণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াসির জাহান হোসেন, খুলনা সেক্টর কমান্ডার ও ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।

এ সময় তারা স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে মতবিনিময় করেন এবং নগদ অর্থ ও মিষ্টি উপহার হিসেবে প্রদান করেন।

বিজিবি জানায়, তাদের দায়িত্বপূর্ণ সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্ত এলাকায় ১৫টি বিওপি/ক্যাম্প ও একটি বেইজ ক্যাম্পের আওতায় পূজা অনুষ্ঠিত হবে। এসব এলাকায় ৪৮টি পূজা মণ্ডপের মধ্যে রয়েছে পদ্মশাখরা ২টি, ভোমরা ১টি, গাজীপুর ৬টি, ঘোনা ৩টি, বাঁকাল ৪টি, বৈকারী ১টি, কুশখালী ৩টি, তলুইগাছা ২টি, কাকডাঙ্গা ৪টি, ঝাউডাঙ্গা ১৫টি, মাদরা ১টি, হিজলদী ২টি ও চান্দুরিয়া ২টি।

যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াসির জাহান হোসেন বলেন, সীমান্তবর্তী এলাকায় প্রতিটি পূজা মণ্ডপে দায়িত্বপ্রাপ্ত উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় রাখা হচ্ছে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার বাহিনীর সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ ও গোয়েন্দা নজরদারি নেওয়া হয়েছে। সম্ভাব্য উদ্‌যাপন, চোরাচালান, নাশকতা ও দুষ্কৃতিকারীদের তৎপরতা রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, সাতক্ষীরা ব্যাটালিয়নের পক্ষ থেকে ইতিমধ্যে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। যাতে তাৎক্ষণিক নিরাপত্তা সহযোগিতা দেওয়া সম্ভব হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।