পাহাড়ে অস্থিরতার জন্য ইউপিডিএফ ও ইয়ান ইয়ানকে দায়ী করে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

পাহাড়ে অস্থিরতার জন্য ইউপিডিএফ ও ইয়ান ইয়ানকে দায়ী করে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

পাহাড়ে অস্থিরতার জন্য ইউপিডিএফ ও ইয়ান ইয়ানকে দায়ী করে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাহাড়ে সশস্ত্র সহিংসতা, সেনাবাহিনীর উপর হামলা, ধর্ষণ-হত্যা এবং জাতিগত দাঙ্গার প্ররোচনার জন্য বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন ইউপিডিএফকে নিষিদ্ধকরণ ও চাকমা সার্কেল চীফের স্ত্রী ইয়ান ইয়ানকে গ্রেফতারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে ‘সার্বভৌমত্ব সচেতন শিক্ষার্থী জোট’-এর ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে এই দাবি তোলা হয়।

পাহাড়ে অস্থিরতার জন্য ইউপিডিএফ ও ইয়ান ইয়ানকে দায়ী করে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীরা অভিযোগ করেন, পাহাড়ে সম্প্রতি সংঘটিত ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ইউপিডিএফ ও ইয়ান ইয়ানের অনুসারীরা পরিকল্পিতভাবে রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছে। তারা বলেন, ধর্ষককে আইনের আওতায় আনার পরিবর্তে সেনা প্রত্যাহার, স্বায়ত্তশাসন, ‘জুম্মোল্যান্ড’ ও ‘কুকি চিন’ দাবিতে মিছিল করছে। শুধু তাই নয়, সেনা টহল গাড়ি ও লাশবাহী অ্যাম্বুলেন্সে হামলা, নিরীহ বাঙালিদের উদ্দেশ্যে গুলি চালানোসহ প্রকাশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে বিচ্ছিন্নতাবাদীরা।

সমাবেশে বক্তারা আরও বলেন, ধর্ষণবিরোধী আন্দোলনের নামে পাহাড়ে গভীর ষড়যন্ত্র চলছে। সেনাবাহিনীর সদস্যদের রক্তাক্ত করার পেছনে ইউপিডিএফ ও ইয়ান ইয়ানের প্রত্যক্ষ মদদ রয়েছে। অথচ সরকারের নীরবতা এই ষড়যন্ত্রকে আরও উসকে দিচ্ছে। তারা সরকারের এই দায়িত্বহীন অবস্থানের নিন্দা জানান এবং দ্রুত ইউপিডিএফ নিষিদ্ধকরণ ও ইয়ান ইয়ানকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতারের দাবি জানান।

পাহাড়ে অস্থিরতার জন্য ইউপিডিএফ ও ইয়ান ইয়ানকে দায়ী করে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীরা সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “জনগণ আপনাদের পাশে আছে। পাহাড়ের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে চিরুনি অভিযান চালান। ছাত্র-জনতা সবসময় আপনাদের পাশে থাকবে।”

সমাবেশে মুহাম্মদ শাকিল মিয়া, আব্দুল্লাহ আল মাহিন, আব্দুল বাসিত, রাহাত, জিয়াউল, শিহাব, শাহাদাত ফরাজী সাকিব, রিয়াজুল ইসলাম, ইব্রাহিম খলিলসহ বহু শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি ধর্ষণের অভিযোগে নয়ন শীল নামে এক হিন্দু যুবককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে শিক্ষার্থীদের অভিযোগ, এ ঘটনার আড়ালেই ইউপিডিএফ ও ইয়ান ইয়ান গং পাহাড়ে জাতিগত দাঙ্গা উসকে দেওয়ার চেষ্টা করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।