মিয়ানমারে ‘ভুয়া নির্বাচন’ ঠেকাতে জাপানকে নেতৃত্ব দেয়ার আহ্বান!

মিয়ানমারে ‘ভুয়া নির্বাচন’ ঠেকাতে জাপানকে নেতৃত্ব দেয়ার আহ্বান!

মিয়ানমারে ‘ভুয়া নির্বাচন’ ঠেকাতে জাপানকে নেতৃত্ব দেয়ার আহ্বান!
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারের আসন্ন নির্বাচন ঠেকাতে জাপানকে নেতৃত্ব দিতে আহ্বান জানিয়েছে বিশ্বের ১৭০টিরও বেশি নাগরিক সংগঠন। তাদের দাবি, সামরিক জান্তার এই নির্বাচন অবৈধ, যা গণতন্ত্র নয় বরং সহিংসতা ও দমন-পীড়নকে আরও উসকে দেবে।

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় এক শহরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব ও জান্তাবিরোধী বিক্ষোভের স্থানে সেনাবাহিনীর বোমা হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থা।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যার দিকে মধ্যাঞ্চলীয় চাউং উ শহরে উৎসব পালনের পাশাপাশি জান্তা শাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে তখনই এ হামলা চালানো হয়। বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায় শিশুদের শরীর।

এখানেই শেষ নয়, দেশটির কারেন রাজ্যে প্রতিরক্ষা বাহিনীর প্রতিরোধ ভেদ করে লে কে কাও শহরের অংশ পুনর্দখল করেছে সরকারি বাহিনী। থাইল্যান্ড সীমান্তের মিয়াওয়াড্ডি থেকে মাত্র ১৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই এলাকা এখন পরিণত হয়েছে রণক্ষেত্রে।

এরইমধ্যে মিয়ানমারে জান্তা বাহিনীর হামলায় নারী ও শিশুর ওপর সহিংসতা ভয়াবহ আকার ধারণ করছে বলে জানানো হয়েছে মনল্যান্ড মানবাধিকার ফাউন্ডেশনের সবশেষ প্রকাশিত প্রতিবেদনে। এতে বলা হয়, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মন, কারেন ও তানিনথারই অঞ্চলে অন্তত ১৮ নারী নিহত এবং ৫৩ জন আহত হয়েছেন।

এছাড়া ২৮ জন নারীকে আটক করেছে জান্তা সেনারা। নিহত শিশুদের সংখ্যা ১৫, আহত অন্তত ২৭ জন। এসব হামলা অনেক ক্ষেত্রেই যুদ্ধবিহীন এলাকায় চালানো হয়েছে।

এ অবস্থায় মিয়ানমারের আসন্ন ‘ভুয়া নির্বাচন’ ঠেকাতে জাপানকে নেতৃত্ব দেয়ার আহ্বান জানিয়েছে বিশ্বের ১৭০টিরও বেশি নাগরিক সংগঠন। ৬ অক্টোবর প্রকাশিত এক খোলা চিঠিতে বলা হয়, ২০২৫ সালের ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে সামরিক জান্তা নিজেদের অবৈধ ক্ষমতাকে বৈধ করতে চায়। রাজনৈতিক বন্দিদের মুক্তি না দিয়ে এবং বেসামরিক জনগণের ওপর বিমান হামলা ও সহিংসতা চালিয়ে এমন নির্বাচনের আয়োজন শুধুই ‘ভুয়া বৈধতা’ তৈরির প্রক্রিয়া।

পরিস্থিতি সামাল দিতে গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে সমন্বয় করে জান্তা বাহিনীর নির্বাচন ঠেকাতে উদ্যোগ নেয়ার আহ্বান জানানো হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed