রাসায়নিক দুর্যোগে হাসপাতালসমূহের প্রস্তুতি বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ সমাপ্ত

রাসায়নিক দুর্যোগে হাসপাতালসমূহের প্রস্তুতি বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ সমাপ্ত

রাসায়নিক দুর্যোগে হাসপাতালসমূহের প্রস্তুতি বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ সমাপ্ত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাসায়নিক দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবেলায় হাসপাতালসমূহের প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে আয়োজিত পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা আজ বৃহস্পতিবার (০৯ অক্টোবর) ঢাকার গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক হোটেলে সমাপ্ত হয়েছে।

অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স (ওপিসিডব্লিউ)-এর পরিকল্পনায় এবং বাংলাদেশ ন্যাশনাল অথরিটি ফর কেমিক্যাল উইপনস কনভেনশন (বিএনএসিডব্লিউসি)-এর বাস্তবায়নে আয়োজিত এই প্রশিক্ষণ শুরু হয় গত ৫ অক্টোবর। কর্মশালায় বাংলাদেশসহ এশিয়ার ১০টি দেশের ১৮ জন প্রশিক্ষণার্থী এবং ৬ জন দেশি-বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের তাত্ত্বিক অংশ হোটেল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলেও ব্যবহারিক সেশনসমূহ পরিচালিত হয় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে।

May be an image of ‎3 people, hospital, dais and ‎text that says "‎CHIEF GUEST: CERTIFICATE AWARD CEREMONY INTERNA TERNATIONAL TRAINING ON CHEMICAL INCIDENT PREI PAREDNESS SS FOR HOSPITALS (HOSPREP) 05-09 October 2025) Lieutenant enera 3Am: Kamiu Hassan, BSP, ndc, hdmc, psc, PhD Chairman BN Chairman.BNAC BNACWO pal Staff Officer, Armed Forces Divis س JOINTLY ORCE IZED By: I3CWC 平葉‎"‎‎

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএসিডব্লিউসির চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। এ সময় প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক, দেশি-বিদেশি অতিথি এবং সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল রাসায়নিক দুর্যোগ বা দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা প্রদানে হাসপাতালসমূহের সক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়ন। এতে অংশগ্রহণকারীরা জরুরি হাসপাতাল ব্যবস্থাপনা পরিকল্পনা, রাসায়নিক দূষণমুক্তকরণ পদ্ধতি, ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট, চিকিৎসা কর্মীদের সেকেন্ডারি কনটামিনেশন প্রতিরোধসহ নানা ব্যবহারিক বিষয় সম্পর্কে প্রশিক্ষণ লাভ করেন।

May be an image of 4 people and text that says "CHIE CERTIFICATE AWARD CEREM INTERNATIC TRAINING ON CHEMICAL INCIBENT PREPAR SS FOR HOSPI) DHAKA,BANGBADES JADES DHAKA.B BAN 05-09 October 252 jeutenant jeutenantGeneral jeute nant Gener san, BSX BS Chairman, Chairman,BNAOV BNAOV BNA fficer, 질 HOSPREP) ው። PhD"

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি অংশগ্রহণকারী ও প্রশিক্ষকদের হাতে সনদপত্র তুলে দেন। বক্তব্যে তিনি বলেন—
“এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ভবিষ্যতে রাসায়নিক দুর্ঘটনা বা দুর্যোগ মোকাবেলায় তাৎক্ষণিক ও কার্যকর চিকিৎসা সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি হাসপাতালসমূহের প্রস্তুতি ও সমন্বিত সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং রাসায়নিক অস্ত্র কনভেনশন বাস্তবায়নে ওপিসিডব্লিউ-এর সকল উদ্যোগে বাংলাদেশের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান বলেন, “বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হওয়ায় আমরা গর্বিত। এটি ভবিষ্যতে দুর্যোগ ব্যবস্থাপনা ও চিকিৎসা প্রস্তুতির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।”

অনুষ্ঠান শেষে তিনি প্রশিক্ষণ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।