পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা শুরু
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলের জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে নিয়মিতভাবে যে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে, তার অংশ হিসেবে কক্সবাজারের পেকুয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী বিনামূল্যে ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইন।
সোমবার (১৩ অক্টোবর) থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল-এর ব্যবস্থাপনায় এবং কমান্ডার সাবমেরিন-এর তত্ত্বাবধানে পেকুয়ার পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সেবা কার্যক্রম চলছে।
ক্যাম্পেইনে নৌবাহিনীর বিশেষজ্ঞ ডেন্টাল সার্জনরা স্থানীয় দরিদ্র ও সাধারণ মানুষকে বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা প্রদান করছেন। দাঁতের বিভিন্ন রোগ নির্ণয়, চিকিৎসা এবং মুখ ও দাঁতের যত্ন বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি, অন্যান্য রোগে আক্রান্তদের জন্য নৌবাহিনীর আরেকটি মেডিকেল টিম বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করছে।

প্রথম দিন থেকেই ক্যাম্পে বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা নিতে আসছেন। দাঁতের পাশাপাশি জটিল রোগে আক্রান্ত রোগীরাও চিকিৎসা সেবা পাচ্ছেন। আয়োজকরা জানিয়েছেন, তিন দিনে কয়েক হাজার মানুষ এ সেবার আওতায় আসবেন বলে আশা করা হচ্ছে।
চিকিৎসা নিতে আসা স্থানীয়রা নৌবাহিনীর এমন মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তারা বলেন,
“প্রান্তিক এলাকায় এমন চিকিৎসা সেবা আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। নৌবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ।”
বাংলাদেশ নৌবাহিনী কর্তৃপক্ষ জানায়, দেশের উপকূলীয় ও দুর্গম অঞ্চলের মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।