জালিয়াতির অভিযোগে ঈদগাঁও’র ইউএনও বিমল চাকমার বিরুদ্ধে মামলা

জালিয়াতির অভিযোগে ঈদগাঁও’র ইউএনও বিমল চাকমার বিরুদ্ধে মামলা

জালিয়াতির অভিযোগে ঈদগাঁও’র ইউএনও বিমল চাকমার বিরুদ্ধে মামলা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারে ভূমি অধিগ্রহণের অর্থ অবৈধভাবে তুলে নিতে সহায়তার অভিযোগে ঈদগাঁও উপজেলার বর্তমান নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিমল চাকমাসহ ৪ সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কক্সবাজারের সিনিয়র স্পেশাল জজ আদালতে এ মামলা দায়ের করা হয়।

মামলার বাদী মোহাম্মদ মনজুর আলম অভিযোগ করেছেন, প্রায় ২ কোটি টাকার চেক জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতে সহযোগিতা করেছেন অভিযুক্তরা।

মামলার আবেদনের নথিতে উল্লেখ করা হয়েছে, আদালতের আদেশ অমান্য করে অভিযুক্ত কর্মকর্তারা একটি দালাল চক্রের মাধ্যমে ভূমি অধিগ্রহণের টাকা উত্তোলনে সহযোগিতা করেন। দালাল চক্রটি প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে চেক ইস্যু করে প্রায় ২ কোটি টাকা উত্তোলন করে, যেখানে সরকারি কর্মকর্তাদের সহায়তা ছিল বলে অভিযোগে বলা হয়েছে।

মামলায় বিমল চাকমা ছাড়াও অন্যান্য অভিযুক্তরা হলেন কক্সবাজার ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার শিশির স্বপণ চাকমা (৪৫), অফিস সহকারী মোহাম্মদ ইমরান (২৭) ও ইয়াছিন আরফাত (৩০)।

আইনজীবীদের মতে, যেহেতু মামলাটি সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে দায়ের হয়েছে, এটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তফসিলভুক্ত অপরাধ হিসেবে গণ্য হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।