শাহজালালে অগ্নিকাণ্ড: সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রাণপণ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
![]()
নিউজ ডেস্ক
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে গতকাল দুপুর আড়াইটায় ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো এলাকায়, সৃষ্টি হয় তীব্র আতঙ্কের।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীসহ র্যাব, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের সমন্বিত ও নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিনির্বাপণ অভিযানে ব্যবহৃত হয় আধুনিক ফায়ার টেন্ডার, পানি সরবরাহ ইউনিট ও বিশেষ উদ্ধার সরঞ্জাম। সেনা ও বিমান বাহিনীর সদস্যরা উদ্ধারকাজের পাশাপাশি আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স সহায়তা প্রদান করে।
কার্গো ভিলেজে মজুত থাকা দাহ্য রাসায়নিক পদার্থ আগুনের তীব্রতা বাড়িয়ে দেয়, ফলে আগুন দ্রুত বিস্তার লাভ করে। তীব্র ধোঁয়া ও উত্তাপের কারণে ১০ জন আনসার সদস্য, ৩ জন ফায়ার ফাইটার ও ১ জন পুলিশ সদস্য শ্বাসকষ্ট ও দগ্ধজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাদের দ্রুত চিকিৎসার জন্য সিএমএইচ ঢাকায় স্থানান্তর করা হয়।
সেনাবাহিনীর সদস্যরা বলেন, “যেকোনো দুর্যোগে জনগণের পাশে থেকে সহায়তা প্রদান করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।”
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।