চট্টগ্রামে ইউপিডিএফের সন্ত্রাসী হামলায় আহত ৬ শিক্ষার্থী

চট্টগ্রামে ইউপিডিএফের সন্ত্রাসী হামলায় আহত ৬ শিক্ষার্থী

চট্টগ্রামে ইউপিডিএফের সন্ত্রাসী হামলায় আহত ৬ শিক্ষার্থী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রাম পলিটেকনিক মাঠে ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ সদস্যদের হামলায় ৬ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার করে শিক্ষার্থীদের উপর বর্বরোচিত ও নৃশংস আক্রমণ চালায়। আহতদের মধ্যে বিকাশ চাকমা নামে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর ইউপিডিএফ নেতা তুজিম তালুকদারের নেতৃত্বে ডিপায়ন, কল্যাণ, দেবাশীষ, শ্যামল, আর্য, সূর্য চাকমা প্রমুখ দেশীয় অস্ত্র—ছুড়ি, দা ও সার্জিকাল নাইফ—নিয়ে এ হামলায় অংশ নেয়। সংগঠনটির কয়েকজন আত্মগোপনে থাকা অছাত্র সদস্যও ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে ধারণা করা হচ্ছে। ইউপিডিএফের এই হামলা পাহাড়ের সীমানা ছাড়িয়ে এখন শহরেও তাদের সন্ত্রাসী তৎপরতার প্রমাণ দিচ্ছে বলে স্থানীয়রা মন্তব্য করেছেন।

এর আগে গত ১০ অক্টোবর চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত কঠিন চীবর দান অনুষ্ঠানে বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহার কমিটি নির্ধারিত স্বেচ্ছাসেবকদের সঙ্গে ইউপিডিএফ নেতা তুজিম তালুকদার ও তার সহযোগীরা দুর্ব্যবহার করে। বিষয়টি কমিটিকে জানানো হলে সংগঠনটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের হুমকি দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় ১৬ অক্টোবর বিহার থেকে ফেরার সময় ইউপিডিএফ সদস্যরা পুনরায় কিছু শিক্ষার্থীর উপর হামলা চালায়। স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা সেদিন আত্মরক্ষা করতে সক্ষম হলেও, পরে এক শিক্ষার্থীর বাড়িতে গিয়ে হামলাকারীরা ফের হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়।

চট্টগ্রাম শহরের বিভিন্ন পাহাড়ি অধ্যুষিত এলাকায় এই ঘটনার পর আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপিডিএফের সদস্যরা শহরের ছোট পাহাড়ি সবজির দোকানগুলোকেও চাঁদা দাবির জন্য হুমকি দিয়ে থাকে। পাশাপাশি সংগঠনটি শিক্ষার্থীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর প্ররোচনাও দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের দাবি, ইউপিডিএফে যোগ না দেওয়ায় সংগঠনটির সদস্যরা ১৬ থেকে ১৮ অক্টোবরের মধ্যে একাধিকবার তাদের উপর হামলা চালিয়েছে। তারা এই বর্বরোচিত সন্ত্রাসী হামলার ন্যায়বিচার ও দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে দেশের বিভিন্ন শহরে ইউপিডিএফ এর সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগ ক্রমেই বেড়ে চলেছে, যা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *