বাঘাইছড়িতে বিজিবির অভিযানে তিন লক্ষাধিক টাকার অবৈধ সেগুন কাঠ উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অভিযানে তিন লক্ষাধিক টাকার অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর আওতাধীন মারিশ্যা বিট চেকপোস্ট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জোন অধিনায়কের নির্দেশে মারিশ্যা ব্যাটালিয়নের একটি টহল দল অভিযান পরিচালনা করে। আমান উল্লাহর নেতৃত্বে পরিচালিত ওই টহল অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কাঠ চোরাচালান চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় প্রায় ১৫৩.২৩ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য তিন লক্ষ ছয় হাজার চারশত ষাট টাকা বলে জানিয়েছে বিজিবি।
মারিশ্যা জোন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, “সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ তৎপরতা আরও জোরদার করা হবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এ এলাকায় একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে বনজ সম্পদ পাচারের সাথে জড়িত। তবে বিজিবির নিয়মিত টহল ও নজরদারিতে সম্প্রতি এসব কার্যক্রম কমে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের বনজ সম্পদ রক্ষায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বন বিভাগের কার্যকর ও সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করেন সচেতন নাগরিকরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।