খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান আসনে বিএনপির প্রার্থী ঘোষনা

খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান আসনে বিএনপির প্রার্থী ঘোষনা

খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান আসনে বিএনপির প্রার্থী ঘোষনা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের (খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান) সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এ তালিকা প্রকাশ করেন।

ঘোষিত সম্ভাব্য প্রার্থীরা হলেন— খাগড়াছড়ি- আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটি- দীপেন দেওয়ান ও বান্দরবান- সাচিং প্রু।

দলটির সূত্র জানায়, এবারের মনোনয়নে প্রার্থীদের জনপ্রিয়তা, সাংগঠনিক অবস্থান ও মাঠ পর্যায়ের কার্যক্রমকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে নির্বাচনে অংশ নিচ্ছে। তবে পরিস্থিতি অনুযায়ী ঘোষিত প্রার্থী তালিকায় পরিবর্তন আসতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া, আসন্ন নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসনে—দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ থেকে প্রার্থী হবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed