ফেনসিডিল জব্দকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে বিএসএফ–পুলিশ সংঘর্ষ, আহত ৩ পুলিশ সদস্য
![]()
নিউজ ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় নিষিদ্ধ কফ সিরাপ ‘ফেনসিডিল’ জব্দকে কেন্দ্র করে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও রাজ্য পুলিশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কৃষ্ণনগর পুলিশ জেলার চাপড়া থানার সীমানগর এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে কমপক্ষে তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশ একজন বিএসএফ সদস্যকে আটক করে।
এ বিষয়ে বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি কিংবা কৃষ্ণনগর জেলা পুলিশের কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, সন্ধ্যার পর সীমানগর এলাকায় একটি প্রাইভেট গাড়ি থেকে কিছু প্যাকেট নামানো হচ্ছিল। সন্দেহ হলে উপস্থিত বাসিন্দারা প্যাকেট খোলেন এবং এর ভেতরে বিপুল পরিমাণ ফেনসিডিল পাওয়া যায়। তারা সঙ্গে সঙ্গে চাপড়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাদকের বোতলগুলো জব্দ করে।
এ সময় সীমানগর ৩২ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা সেখানে উপস্থিত হন এবং জব্দ করা ফেনসিডিল নিজেদের হেফাজতে নিতে চান। তবে আইনি প্রক্রিয়ার দোহাই দিয়ে পুলিশ তা দিতে অস্বীকৃতি জানালে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, যা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পরে অতিরিক্ত পুলিশ এবং বিএসএফ সদস্যরা ঘটনাস্থলে আসে।
আহত তিন পুলিশ সদস্যকে চাপড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। সংঘর্ষের পর বিএসএফের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।
বিএসএফ দাবি করছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা পাচারযোগ্য মাদক বোঝাই গাড়িটি ট্র্যাক করছিল, কিন্তু বাজেয়াপ্ত করতে গেলে পুলিশ বাধা দেয়। অন্যদিকে পুলিশের বক্তব্য, আইনগত নিয়ম মেনে জব্দ করা মালামাল হস্তান্তর করার মতো পরিস্থিতি ছিল না বলেই বিরোধ বাঁধে।
উল্লেখ্য, ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে ফেনসিডিল পাচার রোধে অভিযানের সময় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয়ের অভাব নিয়ে অতীতেও প্রশ্ন উঠেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।