অরুণাচলে ভারত-চীন সীমান্তে সামরিক প্রস্তুতি পর্যালোচনা করলেন স্পিয়ার কর্পস কমান্ডার
![]()
নিউজ ডেস্ক
ভারতের অরুণাচল প্রদেশে ভারতীয় সেনাবাহিনীর স্পিয়ার কর্পস কমান্ডার লে. জেনারেল অভিজিৎ এস. পেনঢারকার সামনের সীমান্ত এলাকায় অভিযানিক প্রস্তুতি ও মোতায়েন পরিস্থিতি পর্যালোচনা করেছেন।
মঙ্গলবার তিনি ‘অপারেশন চৌকাস’ অভিযানের অগ্রগতি এবং সীমান্ত সুরক্ষা প্রস্তুতি সরেজমিনে পরীক্ষা করেন। ভারতের প্রতিরক্ষা দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
এরই মধ্যে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বিত মহড়া ‘এক্সারসাইজ পূর্বি প্রচণ্ড প্রহার’ আয়োজনের প্রস্তুতি চলছে। পূর্ব হিমালয় অঞ্চলে যৌথ যুদ্ধ-প্রস্তুতি ও সমন্বিত অভিযানের সক্ষমতা প্রদর্শনই এ মহড়ার মূল লক্ষ্য।
প্রতিরক্ষা মুখপাত্র লে. কর্নেল মহেন্দ্র রাওয়াত জানিয়েছেন, এই মহড়ার মাধ্যমে তিন বাহিনীর মধ্যে সমন্বয়, বহুমাত্রিক যুদ্ধ পরিচালনা এবং কৌশলগত প্রস্তুতি আরও জোরদার হবে। বিশেষ করে সীমান্তের সংবেদনশীল এলাকাগুলোতে দ্রুত প্রতিক্রিয়া ও যৌথ কমান্ডের সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে।
সামনের উচ্চতল সীমান্ত এলাকায় অবস্থানরত সেনা সদস্যদের সাথে সাক্ষাৎ করেন লে. জেনারেল পেনঢারকার। তিনি সীমান্ত রক্ষায় তাদের মনোবল, পেশাদারিত্ব এবং চ্যালেঞ্জ মোকাবিলার দৃঢ়তাকে প্রশংসা করেন। পাশাপাশি তিনি প্রশিক্ষণ, আন্তঃবাহিনী সমন্বয় এবং যৌথ অপারেশন সক্ষমতা আরও জোরদারের নির্দেশনা দেন।
ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এই সফর পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় দৃঢ় প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখতে স্পিয়ার কর্পসের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।