বগুড়ার গাবতলীতে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান: ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

বগুড়ার গাবতলীতে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান: ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

বগুড়ার গাবতলীতে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান: ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বগুড়া জেলার গাবতলী উপজেলার ছোট ইতালি গ্রামে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আতিউর রহমান সেলিম নামে এক ব্যক্তি গুরুতর আহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে।

গত ২ নভেম্বর ঘটনাস্থল পরিদর্শনকালে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ টহল দল মোট ৫টি ককটেল উদ্ধার করে তা নিষ্ক্রিয় করে। পরে ৩ নভেম্বর একই স্থানে পুলিশের অভিযানে আরও ৩৯টি ককটেল এবং বোমা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

আজ বুধবার (৫ নভেম্বর) সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল গ্রুপের সহায়তায় উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যাদি নিরাপদে ধ্বংস করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে গোপনে বোমা তৈরির কার্যক্রম চালিয়ে আসছিল। সময়মতো আইন শৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করায় বড় ধরনের নাশকতার ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সর্বদা প্রস্তুত। যে কোনো ধরনের সন্দেহজনক কার্যক্রম বা তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানাতে স্থানীয়দের আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন জেলায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্য মজুতের চেষ্টার ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা বাহিনী গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed