স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে ‘স্কুল অব আর্মি এয়ার ডিফেন্স’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।
গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) চট্টগ্রামের হালিশহরে ‘স্কুল অব আর্মি এয়ার ডিফেন্স’ এর স্বতন্ত্র কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট।

চট্টগ্রাম হালিশহরে অবস্থিত আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলের বিদ্যমান কাঠামোর আওতায় এ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলেও, ‘স্কুল অব আর্মি এয়ার ডিফেন্স’ এখন থেকে একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করবে। এর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, দক্ষ জনবল তৈরির কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ আরও সুসংগঠিত ও গতিশীল হলো।
কর্মকর্তারা জানান, সেনাবাহিনীর ভবিষ্যৎ এয়ার ডিফেন্স অফিসার ও সৈনিকদের আন্তর্জাতিক মানের কৌশলগত, কারিগরি ও অপারেশনাল প্রশিক্ষণ নিশ্চিত করতে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক অস্ত্র ব্যবস্থা পরিচালনা, শত্রু বিমান প্রতিরোধ, ড্রোন ও অন্যান্য বায়ুবাহিত হুমকি মোকাবিলার ক্ষেত্রে এ স্কুল অত্যাধুনিক প্রশিক্ষণ, সিমুলেশন সুবিধা এবং গবেষণা কাঠামো গড়ে তুলবে।

বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক, পেশাদার ও প্রযুক্তি-সক্ষম বাহিনী হিসেবে গড়ে তোলার রূপান্তর লক্ষ্য-এর অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
প্রসঙ্গত, সাম্প্রতিক বৈশ্বিক নিরাপত্তা পরিবেশে আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়ন সকল দেশের সামরিক কাঠামোতে বিশেষ গুরুত্ব পাচ্ছে। সেই প্রেক্ষাপটে ‘স্কুল অব আর্মি এয়ার ডিফেন্স’ বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতার বিকাশে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।