ভারতের আসামে পুলিশি অভিযানে ৬ কোটি রুপির হেরোইনসহ আটক ৩
![]()
নিউজ ডেস্ক
ভারতের আসামের কাচাড় জেলায় পুলিশের অভিযানে ১.২ কেজি হেরোইনসহ একটি মাদক চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। মাদকদ্রব্যটির বাজারমূল্য প্রায় ৬ কোটি রুপি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। শুক্রবার গভীর রাতে বিশেষ অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এ অভিযানের কিছু ছবি শেয়ার করে আসাম পুলিশের মাদকবিরোধী পদক্ষেপের প্রশংসা করেন। তিনি লেখেন, ‘মাদক ব্যবসায়ীদের জীবনপথ বদলে পুলিশের হাতে পৌঁছে দেওয়ায় আসাম পুলিশকে সাধুবাদ।’
প্রতিবেদন অনুযায়ী, উদ্ধার করা হেরোইনগুলো রঙিন প্লাস্টিক শিটে মোড়ানো ছিল এবং সেগুলো উচ্চমানের। ২০২১ সাল থেকে চলমান #AssamAgainstDrugs অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ পর্যন্ত এই অভিযানের মাধ্যমে প্রায় ২ হাজার ৬০০ কোটি রুপির মাদকদ্রব্য উদ্ধার এবং হাজারেরও বেশি মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
আসাম পুলিশ জানায়, মিয়ানমার ও মণিপুর হয়ে মাদক সরবরাহের একটি স্বাভাবিক রুট রয়েছে আসামজুড়ে। এ কারণেই সীমান্ত ও গুরুত্বপূর্ণ যোগাযোগপথগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, আসাম সরকার মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান নিয়েছে এবং এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।