মিরসরাইয়ের ছোট ফরিংগা সীমান্তে বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ-এর রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (১৬ নভেম্বর ২০২৫) বিকেল থেকে টহল জোরদার করে বিজিবি।
ব্যাটালিয়ন অধিনায়কের সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী সীমান্ত পিলার ২২০৩/৬ আরবি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে তালতলী নামক স্থানে ছোট ফরিংগা বিওপির টহল দল পূর্ব-নির্ধারিত ফাঁদ স্থাপন করে।
টহলদল সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ভারত সীমান্তের দিক থেকে তিনজন চোরাকারবারীকে গোপনে বাংলাদেশের দিকে অগ্রসর হতে দেখতে পায়। চোরাকারবারীরা কাঁধে বস্তা বহন করে সীমান্ত অতিক্রম করতে থাকলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। পরিস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা দ্রুত দুইটি বস্তা ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। টহলদল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল নিরাপদ করে বস্তাগুলো জব্দ করে।
পরে বস্তাগুলো খুলে দেখা যায়, ১৫টি ছোট প্যাকেটে মোড়ানো মোট ৩০ কেজি গাঁজা ভেতরে লুকানো ছিল। মাদক বহনে ব্যবহৃত রুট ও পাচারকারীদের কৌশল চিহ্নিত করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ২৪ ঘণ্টা টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদকদ্রব্য শুধু সমাজের জন্য ক্ষতিকরই নয়, বরং সীমান্ত নিরাপত্তার জন্যও বড় হুমকি বলে মন্তব্য করেছে বিজিবি।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি সীমান্তবর্তী এলাকায় বারবার মাদক পাচারের চেষ্টা বেড়ে যাওয়ায় বিজিবি অভিযানের মাত্রা আরও বাড়িয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।