মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক, থানায় হস্তান্তর

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক, থানায় হস্তান্তর

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক, থানায় হস্তান্তর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চৌধুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর টহল দল। মাটিরাঙ্গা জোন সদর থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে ভাড়া বাসায় লুকিয়ে থাকা অবস্থায় ইয়াবা ব্যবসায়ী মোঃ ইসমাইল হোসেন সিরাজী (৫০)কে আটক করা হয়।

জানা যায়, আটক ইসমাইল হোসেন সিরাজী খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার উত্তর বড়বিল গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে ৫৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছিল গ্যাস লাইট, নগদ টাকা, ইয়াবা কন্ট্রোলার, মোটরসাইকেলের স্মার্ট কার্ড, গ্যাস লাইটার ফিলিং বোতল, দুইটি মোবাইল ফোন, চার্জার, মানিব্যাগ, স্টাম স্টিক, একটি মোটরসাইকেল, সিজার ও একটি বৈদ্যুতিক বাতি। এগুলো জোন সদর থেকে তালিকা প্রণয়ন শেষে থানায় হস্তান্তর করা হয়।

পরবর্তীতে আটক ইসমাইল হোসেন সিরাজী ও উদ্ধার হওয়া সকল সরঞ্জাম মাটিরাঙ্গা থানার এসআই (নিরস্ত্র) মোঃ ইমতিয়াজ উদ্দিনের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযানকে আরও জোরদার করতে মাটিরাঙ্গা জোন নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, এলাকাজুড়ে মাদক চোরাচালানের বিস্তার রোধে সেনাবাহিনীর এমন তাৎক্ষণিক ও কার্যকর অভিযান সাধারণ মানুষকে আশ্বস্ত করছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী অভিযানের ফলে এলাকায় মাদক ব্যবসায়ীদের তৎপরতা কমে আসছে বলে দাবি করেছে স্থানীয় বাসিন্দারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed