মন্ত্রাণালয়ের বাইরে গিয়ে জেলা পরিষদ চালাতে চান কাজল তালুকদার, বিক্ষোভে উত্তাল রাঙামাটি
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার ঘোষণা দিয়েছেন যে, তিনি কোনো মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন মানবেন না এবং জেলা পরিষদের নিজস্ব আইনের ভিত্তিতেই পরিষদ পরিচালনা করবেন।
আজ সোমবার (১৭ নভেম্বর) জেলা পরিষদ চত্বরে নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি এবং অবৈধ কোটা বাতিলের দাবিতে রাঙামাটি সচেতন নাগরিক ঐক্যের ব্যানারে জেলা পরিষদে স্মারকলিপি প্রদান করতে গেলে উপস্থিত বিক্ষোভকারীদের সামনে এ মন্তব্য করেন তিনি।
স্মারকলিপি দিতে আসা নেতৃবৃন্দ জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত সেপ্টেম্বরে জারি করা প্রজ্ঞাপনের কপি দেখিয়ে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৭ শতাংশ কোটা রেখে বাকি ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেয়ার দাবি জানালে চেয়ারম্যান দৃশ্যত ক্ষুব্ধ হন। তিনি বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, “আমি কোনো মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নয়, জেলা পরিষদের নিজস্ব আইনেই পরিষদ পরিচালনা করব।” তার এ বক্তব্যে বিক্ষোভকারীদের সাথে স্বল্প সময়ের জন্য উত্তপ্ত বাকবিতণ্ডাও সৃষ্টি হয়।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন স্মারকলিপি হস্তান্তরের সময় বিক্ষোভকারী নেতারা চেয়ারম্যানের সঙ্গে ছবি তুলতে চাইলে তিনি দৃশ্যত বিরক্ত হয়ে ছবি তুলতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে আন্দোলনকারীরা জেলা পরিষদ চত্বরে অবস্থান নিয়ে “বাঙ্গালি বিদ্বেষী কাজল তালুকদার” বলেও স্লোগান দিতে শুরু করে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, জেলা পরিষদের নিয়োগে ব্যাপক অনিয়ম, ঘুষ লেনদেন, স্বজনপ্রীতি এবং অবৈধভাবে কোটা প্রথা ব্যবহার করে নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়া হচ্ছে।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে অচিরেই রাঙামাটি জেলা পরিষদ ঘেরাও করে সব কার্যক্রম স্থবির করে দেওয়া হবে। তারা আরও জানান, কাজল তালুকদারের দপ্তরে গিয়ে জনগণের দাবি জানাতে চাইলেও তিনি যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তার দায়িত্বশীলতার ঘাটতি প্রকাশ করে।
এর আগে বিক্ষোভ মিছিলটি রাঙামাটি শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে শুরু হয়ে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। সেখানে এসে তারা জেলা পরিষদের নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, অবৈধ কোটা এবং প্রশাসনিক অদক্ষতার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে জেলা পরিষদের নিয়োগ বাণিজ্য, বাজেট বরাদ্দে পক্ষপাতিত্ব এবং অস্বচ্ছতা নিয়ে স্থানীয় মহলে অসন্তোষ বাড়ছে। চেয়ারম্যানের আজকের মন্তব্য সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।