সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খাগড়াছড়ি নতুন কুঁড়ি ক্যান্ট. স্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী
![]()
নিউজ ডেস্ক
সশস্ত্র বাহিনী দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ও খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ খাদেমুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক রুশদীনা আখতার জাহান।
আলোচনা সভায় সশস্ত্র বাহিনী দিবসের ইতিহাস, গুরুত্ব ও দেশের প্রতি সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরে শিক্ষার্থীদের দেশপ্রেম, শৃঙ্খলা ও নৈতিকতার প্রতি উৎসাহিত করা হয়।

আলোচনা সভা শেষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
শিক্ষার্থীদের অংশগ্রহণ, শৃঙ্খলা ও মেধার প্রশংসা করে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্বে এগিয়ে যেতে শিক্ষার্থীদের মানসিক, শারীরিক এবং নৈতিক বিকাশ সমানভাবে জরুরি।
উল্লেখ্য, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খাগড়াছড়ি অঞ্চলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক আলোচনা, কুইজ, সাংস্কৃতিক প্রদর্শনীসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।