সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নৌবাহিনীর বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও নৌ সদস্যদের শান্তিকালীন পদক প্রদান

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নৌবাহিনীর বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও নৌ সদস্যদের শান্তিকালীন পদক প্রদান

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নৌবাহিনীর বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও নৌ সদস্যদের শান্তিকালীন পদক প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে নৌবাহিনীর অসীম আত্মত্যাগের স্বাক্ষর বহনকারী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা এবং নৌবাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যদের শান্তিকালীন পদক প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের সাগরিকা হলে আয়োজিত গৌরবময় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক এবং নৌ সদস্যদের শান্তিকালীন পদক তুলে দেন।

May be an image of ‎dais and ‎text that says '‎ر 一 中0満 বাংলাদেশ নৌবাহিনী খেতাবপ্রাপত মুক্তিযোন্ধা 3 তাঁদের উ্ত্তরধিকারীগনের সম্মানে সংব্ধনা এবং শান্তিকালীন পদ প্রদান অনুষ্ঠান ২ প্র স্র.মেতিথি: নতিথি: এড ਸ এম নাজমুল হাসা নৌরা পলধান EES 비연료! ש‎'‎‎

অনুষ্ঠানে নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গ, শান্তিকালীন পদকপ্রাপ্ত সদস্যসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ বছর নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মোট ২২ জন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীগণকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়।

মুক্তিযুদ্ধের নির্ভীক এই যোদ্ধাদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন নৌ প্রধান, যাঁদের সাহস, দেশপ্রেম ও আত্মত্যাগ আজকের স্বাধীন বাংলাদেশের ভিত্তি।

May be an image of ‎text that says '‎ر チーまー বাংলাদেশ নৌবাহিনী খেতাবপ্রাপ্ত মুক্তিযোন্ধা 3 তাঁদের উ্তরধিকারীগণের সম্মানে সংবর্ধনা এবং শান্তকালীন পদক প্রদান অনুষঠান ২০২ ধান অতিথি: এ ल এম নাজমুল হাসান নৌব প্রধান 22 RTYS ۵ Θ‎'‎

বিভিন্ন ক্ষেত্রে বীরত্ব, বিশেষ অবদান এবং দায়িত্ব পালনকালে অসাধারণ সাহসিকতার স্বীকৃতিস্বরূপ নৌবাহিনীর মোট ৪০ জন সদস্যকে শান্তিকালীন পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— নৌবাহিনী পদক (এনবিপি) ৩ জন, অসামান্য সেবা পদক (ওএসপি) ৫ জন, বিশিষ্ট সেবা পদক (বিএসপি) ৫ জন, নৌ গৌরব পদক (এনজিপি) ৭ জন, নৌ উৎকর্ষ পদক (এনইউপি) ১০ জন এবং নৌ পারদর্শিতা পদক (এনপিপি) ১০ জন।

May be an image of ‎text that says '‎ر ብል বাংলাদেশ নৌবাহিনী শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠান -২০২৫ প্রধধান অতিখি: এডমিরাল এম নাজমুল হাসান নৌবাহিনী প্রধান ህ‎'‎

অনুষ্ঠানে অংশ নেন বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিনের পরিবার এবং আরও ৫ জন বীর উত্তম, ৮ জন বীর বিক্রম ও ৮ জন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গৌরবগাথা আরও উজ্জ্বল করে তুলে।

প্রসঙ্গত, সশস্ত্র বাহিনী দিবসের অংশ হিসেবে প্রতিবছর এ ধরনের সম্মাননা প্রদান করে নৌবাহিনী। এর মাধ্যমে মুক্তিযুদ্ধের মূল্যবোধ, দেশপ্রেম ও বীরত্বের ইতিহাস নতুন প্রজন্মের কাছে আরও দৃঢ়ভাবে পৌঁছে যায় বলে মনে করেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *