বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইট সদস্যদের সংবর্ধনা
![]()
নিউজ ডেস্ক
সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তাঁদের উত্তরাধিকারী এবং ঐতিহাসিক কিলো ফ্লাইটের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ শনিবার (২২ নভেম্বর ২০২৫) ঢাকার তেজগাঁওয়ে বিএএফ শাহীন হলে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত থেকে সংবর্ধনা প্রদান করেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

অনুষ্ঠানে মোট ৩৪ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তাঁদের উত্তরাধিকারী ও কিলো ফ্লাইটের সদস্যদের সংবর্ধনা জানানো হয়। স্বাধীনতার ইতিহাসে কিলো ফ্লাইটের বীর সদস্যরা প্রথম আকাশযুদ্ধ সক্ষমতা অর্জনের মাধ্যমে শত্রুপক্ষের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছিলেন। তাদের সেই সাহস, বীরত্ব ও আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করে।
সংবর্ধনা অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন, উপহার সামগ্রী তুলে দেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইট সদস্যদের প্রতি পরম শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও বীরত্বের এই উত্তরাধিকার আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ঘাঁটির বিমানসেনা এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক পরিবেশ ছিল মুক্তিযুদ্ধের গৌরবময় স্মৃতিতে ভরপুর এবং বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় উজ্জীবিত।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।