অবৈধ অনুপ্রবেশ কমেছে, স্বেচ্ছায় দেশে ফিরছেন বাংলাদেশিরা- বিএসএফ উত্তরবঙ্গের আইজি

অবৈধ অনুপ্রবেশ কমেছে, স্বেচ্ছায় দেশে ফিরছেন বাংলাদেশিরা- বিএসএফ উত্তরবঙ্গের আইজি

অবৈধ অনুপ্রবেশ কমেছে, স্বেচ্ছায় দেশে ফিরছেন বাংলাদেশিরা- বিএসএফ উত্তরবঙ্গের আইজি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতে অবৈধভাবে বসবাসকারী অনেক বাংলাদেশি নাগরিক সাম্প্রতিক মাসগুলোতে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার আগ্রহ দেখাচ্ছেন বলে দাবি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিএসএফের দাবি, যারা দেশে ফিরতে চাইছে, তাদের যথাযথ কাগজপত্র যাচাই করে বাংলাদেশের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হচ্ছে।

বিএসএফ উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মুকেশ ত্যাগী বলেছেন, যাচাই-বাছাই শেষে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হচ্ছে। গত কয়েক মাসে ১৪৬ জন বাংলাদেশিকে এভাবে ফেরত পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার শিলিগুড়িতে বিএসএফের ৬১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

আইজি মুকেশ ত্যাগীর দাবি, উত্তরবঙ্গ সীমান্তে অনুপ্রবেশ, নাশকতা ও গবাদিপশু চোরাচালান—সবই আগের তুলনায় অনেক কমেছে। নতুন অত্যাধুনিক ফেন্সিং, নজরদারি ক্যামেরা, ড্রোন এবং অতিরিক্ত টহল মোতায়েন করায় সীমান্ত আরও সুরক্ষিত হয়েছে।

তিনি বলেন, পুরোনো বেড়া সহজে কেটে বা টপকে পার হওয়া যেত। এখন ১২ ফুট উচ্চতার নতুন বেড়া ও আধুনিক প্রযুক্তির কারণে সীমান্ত অপরাধ কমে এসেছে।

বিএসএফ আইজি জানান, অনুপ্রবেশ কমলেও ‘এক্সফিলট্রেশন’ অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার প্রবণতা বেড়েছে। বেশকিছু লোক স্বেচ্ছায় সীমান্তে এসে ফেরার ইচ্ছা জানাচ্ছেন। এই প্রক্রিয়ায় বিএসএফ ফিঙ্গার আইডেন্টিফিকেশন পোর্টাল (এফআইপি) ব্যবহার করে তাদের তথ্য সংগ্রহ করছে। পরে বিজিবির সঙ্গে যোগাযোগ করে পরিচয় যাচাইয়ের পর দেশে ফেরত পাঠানো হয়।

তিনি বলেন, বাংলাদেশও এই বিষয়ে দ্রুত সহযোগিতা করছে। গত বছর ভারত থেকে মাত্র ৪৫ জন বাংলাদেশি দেশে ফিরেছিলেন। এ বছর তিন মাসেই সেই সংখ্যা বেড়ে ১৮৬-তে পৌঁছেছে।

সংবাদ সম্মেলনে আইজি জানান, একসময় পাকিস্তানি গোয়েন্দা চক্র ফোন ও অনলাইন প্ল্যাটফর্মে বিএসএফ সদস্যদের টার্গেট করত। তবে এখন ওই তৎপরতা অনেক কমেছে। জওয়ানদের অচেনা নম্বর না রিসিভ করা ও সন্দেহজনক হোয়াটসঅ্যাপ গ্রুপে না যোগ দেওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বিবেচনায় বিএসএফ সীমান্তে নন-লিথাল অস্ত্র ব্যবহার বাড়িয়েছে। পাম্প অ্যাকশন গানের ব্যবহারও বৃদ্ধি করা হয়েছে বলে দাবি এই কর্মকর্তার।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed