ত্রিপুরার মানুঘাট সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
ভারত-বাংলাদেশ সীমান্তের ত্রিপুরার মানুঘাট স্থল শুল্ক স্টেশন (এলসিএস) এলাকায় গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সেক্টর কমান্ডার পর্যায়ের সমন্বয় বৈঠক।
সীমান্ত পরিস্থিতি ও পারস্পরিক সহযোগিতা জোরদার করতে এ বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
বৈঠকে সীমান্তের সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনা, নিয়মিত সীমান্ত পারাপার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং অননুমোদিত অনুপ্রবেশ রোধে যুগপৎ উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
উভয় পক্ষ সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে মত প্রকাশ করে।
সভায় কর্মকর্তারা বলেন, স্পর্শকাতর সীমান্ত এলাকায় ভুল-বোঝাবুঝি ও উত্তেজনা এড়াতে দুই বাহিনীর নিয়মিত যোগাযোগ ও সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কর্মপর্যায়ে আস্থা বাড়ানো, যৌথ টহল জোরদার এবং সংকট মুহূর্তে দ্রুত সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।
বৈঠক শেষে বিএসএফ ও বিজিবি উভয় পক্ষই সীমান্ত ব্যবস্থাপনায় আরও ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।