পানছড়িতে এক কেজি নিষিদ্ধ গাঁজাসহ আটক ১ - Southeast Asia Journal

পানছড়িতে এক কেজি নিষিদ্ধ গাঁজাসহ আটক ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির পানছড়িতে এক কেজি নিষিদ্ধ গাঁজাসহ স্থানীয় এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ২২ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মোহাম্মদপুর থেকে তাকে আটক করা হয় বলে জানা যায়।

সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানার উপ-পরিদর্শক সায়দুর রহমানের নেতৃতে পানছড়ি থানা পুলিশ এক গাঁজাসহ মোহাম্মদপুরের মৃত হোসেন আলীর ছেলে মোঃ আব্দুস ছাত্তারকে আটক করে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দুলাল হোসেন আটকের সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা ব্যবসায়িকে তার নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।