চট্টগ্রাম ও রাজশাহীতে ভারতীয় দূতাবাসের আঞ্চলিক কার্যালয়ে হামলার চেষ্টা: ভারতের প্রতিক্রিয়া
![]()
নিউজ ডেস্ক
শুক্রবার ভোর রাতে চট্টগ্রাম ও রাজশাহীতে অবস্থিত ভারতীয় দূতাবাসের আঞ্চলিক কার্যালয় লক্ষ্য করে হামলার চেষ্টা ও বিক্ষোভের ঘটনার পর বিষয়টি নিয়ে ভারত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছে এবং বাংলাদেশের ভূখণ্ডে অবস্থিত ভারতীয় কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটি।
ভারত সরকার জানিয়েছে, কূটনৈতিক রীতি অনুযায়ী তারা বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছে এবং সব ভারতীয় দূতাবাস ও আঞ্চলিক কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
এ ছাড়া নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভারত বাংলাদেশের কিছু শহরে ভিসা সেবা সাময়িকভাবে সীমিত বা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ভারত বলেছে, এটি কোনো শাস্তিমূলক পদক্ষেপ নয়; বরং কেবল নিরাপত্তাজনিত সতর্কতা।
ভারতের পক্ষ থেকে আরও বলা হয়েছে “কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক বাধ্যবাধকতার অংশ। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে বাংলাদেশ সরকার কার্যকর ব্যবস্থা নেবে এটাই আমরা প্রত্যাশা করি।”
এছাড়াও ভারত জোর দিয়ে জানিয়েছে, তারা বাংলাদেশ-ভারত সম্পর্ককে গুরুত্বপূর্ণ ও কৌশলগত অংশীদারত্ব হিসেবে দেখে এবং এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা যেন দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রভাবিত না করে, সে বিষয়ে তারা আগ্রহী।
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী দূতাবাস সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।