মণিপুরে বোমা বিস্ফোরণে তিন শিশু গুরুতর আহত, গ্রামে মিলল আরও অবিস্ফোরিত বোমা
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুর রাজ্যের তেংনৌপাল জেলার পালেল থানাধীন মলনই কুকি গ্রামে খেলতে গিয়ে দেশীয় তৈরি বোমা বিস্ফোরণে তিন শিশু গুরুতর আহত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ভাষ্যমতে, বাড়ির সামনে খেলাধুলার সময় শিশুরা বোমাটিকে বল ভেবে হাতে নেওয়ার পর সেটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে আহত তিন শিশুর মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহতরা হলো—দৌথাংলেন বাইতের ছেলে হেমগৌ হৌ বাইতে (১০), দৌথাংলেব বাইতের ছেলে জামগুবসাই বাইতে (৮) এবং প্রয়াত হাওখোলেন হাওকিপের ছেলে নগামগুনমাং হাওকিপ (৮)। প্রথমে তাদের কমলাথাবি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পালেলে অবস্থিত আসাম রাইফেলসের একটি চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে শিশুদের আরও উন্নত চিকিৎসার জন্য কোইরেঙ্গেইয়ের সিএমসি হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে তেংনৌপাল থানার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান চালায়। অভিযানে গ্রামের একটি পরিত্যক্ত স্থাপনা থেকে আরও কয়েকটি দেশীয় তৈরি বোমা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শিশুদের খেলাধুলার সময় একটি বোমাই বিস্ফোরিত হয়েছে। তবে এসব বিস্ফোরক কীভাবে সেখানে এলো এবং কারা এগুলো রেখে গেছে—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে।
প্রসঙ্গত, মণিপুরের বিভিন্ন জেলায় অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনা সাম্প্রতিক সময়ে উদ্বেগজনকভাবে বাড়ছে, যা সাধারণ মানুষের, বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।