খাগড়াছড়িতে মানবিক সহায়তা নিয়ে ৪০ জন অসহায় মানুষের পাশে দাঁড়াল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা খাগড়াছড়িতে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃপক্ষ।
আজ রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে মোট ৪০ জন উপকারভোগীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর কাজী মোস্তফা আরেফিন এই সহায়তা বিতরণ করেন।
সহায়তা বিতরণকালে মেজর কাজী মোস্তফা আরেফিন বলেন, খাগড়াছড়ি রিজিয়ন নিয়মিতভাবে মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের বাস্তব চাহিদা বিবেচনায় শিক্ষা, চিকিৎসা, প্রতিবন্ধীদের সহায়তা, গৃহহীনদের বসতঘর নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে রিজিয়নের পক্ষ থেকে সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, পাহাড়ের সাধারণ মানুষের পাশে থেকে মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
রিজিয়ন সূত্রে জানা যায়, এই সহায়তার আওতায় অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা ব্যয়, অসচ্ছল পরিবারের ঘর নির্মাণ, শিক্ষার্থীদের লেখাপড়া ও প্রাইভেট শিক্ষার খরচ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান, প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ এবং বড়দিন উপলক্ষে বিশেষ সহায়তা প্রদান করা হয়। বহুমুখী এসব জনকল্যাণমূলক খাতে মোট ৪০ জন উপকারভোগীকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

স্থানীয়রা খাগড়াছড়ি রিজিয়নের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা পার্বত্য অঞ্চলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক প্রভাব ফেলছে।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে শিক্ষা, চিকিৎসা ও ত্রাণভিত্তিক নানা উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।