মিজোরামে বাংলাদেশ সীমান্তে আরও একটি ঘাঁটি বানাচ্ছে ভারতীয় সেনাবাহিনী

মিজোরামে বাংলাদেশ সীমান্তে আরও একটি ঘাঁটি বানাচ্ছে ভারতীয় সেনাবাহিনী

মিজোরামে বাংলাদেশ সীমান্তে আরও একটি ঘাঁটি বানাচ্ছে ভারতীয় সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে বাংলাদেশ সীমান্তের কাছে নতুন একটি ঘাঁটি স্থাপনের উদ্যোগ নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। যার লক্ষ্য হল শিলিগুড়ি করিডোরের চারপাশে নিরাপত্তা জোরদার করা – যা ‘চিকেনস নেক’ নামেও পরিচিত। ইস্টার্ন কমান্ডের ১৭ মাউন্টেন স্ট্রাইক কোর এই ঘাঁটি তৈরির যাবতীয় দায়িত্ব পেয়েছে।

এছাড়া শিলচর ও মিজোরাম ফ্রন্টিয়ারের অধীনে থাকা তিনটি ব্যাটালিয়ন এলাকায় বাঙ্কার, ভূগর্ভস্থ অস্ত্রাগার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

চলতি বছরের শুরুতে পশ্চিমবঙ্গ, বিহার এবং আসামে তিনটি নতুন সেনা ঘাঁটি তৈরির কৌশলগত প্রচেষ্টার পর এই নতুন সামরিক ঘাঁটি নির্মাণের খবর এলো।

প্রতিরক্ষা সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জনিয়েছে, সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের জিওসি, লেফটেন্যান্ট জেনারেল আরসি তিওয়ারি সম্ভাব্য নতুন ঘাঁটির জন্য ভূখণ্ড মূল্যায়ন করতে গতকাল শুত্রবার (১৯ ডিসেম্বর) মিজোরামের আইজলের কাছে থুয়াম্পুই পরিদর্শন করেন। এসময় তার সাথে সিনিয়র কমান্ডাররাও উপস্থিত ছিলেন।

image

এসময় তারা লংটলাই জেলার পারভা সীমান্ত চৌকি (বিওপি) এবং মামিত জেলার পশ্চিম ফাইলেং ব্লকের সিলসুরি পরিদর্শন করেন, এই দুই এলাকাই বাংলাদেশের সীমান্তের কাছে অবস্থিত।

এরআগে শিলিগুড়ি করিডোর রক্ষায় বাংলাদেশ সীমান্তের পাশেই তিনটি নতুন সামরিক ঘাঁটি স্থাপন করেছে ভারত। এর মাধ্যমে পূর্ব সীমান্তের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার হয়েছে বলে দাবি করছে নয়াদিল্লি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, আসাম-বাংলাদেশ সীমান্তের ধুবড়ির কাছে বামুনি, বিহারের কিশানগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়ায় এই তিন নতুন ঘাঁটি তৈরি করা হয়েছে। এই পদক্ষেপ ভারতের পূর্ব সীমান্তে প্রতিরক্ষা জোরদার করার বড় পরিকল্পনার অংশ, যার লক্ষ্য সীমান্তে নজরদারি বাড়ানো, ট্যাকটিক্যাল ঘাটতি পূরণ করা এবং দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা বৃদ্ধি করা।

উল্লেখ্য, উত্তরবঙ্গের ২২ কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডর ভারতের মূল ভূখণ্ডকে সাতটি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের সঙ্গে যুক্ত করে। তবে এই অঞ্চল চারদিক থেকে নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীনের সীমানা দিয়ে ঘেরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed