বাঘাইহাটের দুর্গম সীমান্তে খ্রিষ্টান সম্প্রদায়ের মাঝে বিজিবির উপহার প্রদান
![]()
নিউজ ডেস্ক
শীতের কুয়াশাচ্ছন্ন পাহাড়, তার মাঝে আসন্ন বড়দিনের আমেজ। রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইহাটের দুর্গম সীমান্তে সেই আমেজ যেন এবার একটু আগেই ছুঁয়ে গেল বেথলিং পাড়ার মানুষের মনে। যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই পাহাড়ি জনপদে উৎসবের রং ছড়িয়ে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৪ বিজিবি)।
আজ রোববার (২১ ডিসেম্বর) বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় এক মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। সীমান্তের অতন্দ্র প্রহরীরা এদিন কেবল নিরাপত্তার দায়িত্বেই সীমাবদ্ধ থাকেননি, বরং দুর্গম পথ পাড়ি দিয়ে ভালোবাসার উপহার নিয়ে হাজির হয়েছেন দরিদ্র ও অসহায় পরিবারগুলোর দরজায়।

পাহাড়ের এই দুর্গম এলাকাগুলোতে উৎসবের আনন্দ অনেক সময় ম্লান হয়ে যায় অভাবের তাড়নায়। সেই অভাব ঘোচাতে এবং সবার মাঝে বড়দিনের খুশি ভাগ করে নিতেই লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর এই নির্দেশনা। তার নির্দেশে নিউথাংনাং পাড়া বিওপির বিওপি কমান্ডার সরাসরি উপস্থিত হয়ে স্থানীয়দের হাতে তুলে দেন নগদ আর্থিক সহায়তা। বিজিবির এই উষ্ণ ভালোবাসায় হাসি ফুটেছে বেথলিং পাড়ার সুবিধাবঞ্চিত মানুষের মুখে।
এই উদ্যোগ সম্পর্কে লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের ধর্মীয় ও সামাজিক উৎসবগুলো যাতে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সে বিষয়ে বিজিবি সর্বদা সচেষ্ট। তিনি আরও বলেন, ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা বিজিবির এই উদ্যোগকে কেবল আর্থিক সহায়তা হিসেবে দেখছেন না, বরং একে দেখছেন পাহাড়ে সম্প্রীতি ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে। বড়দিনের আগে এই উপহার তাদের উৎসবের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।