পাটগ্রামে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর আটক হওয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল রোববার (২১ ডিসেম্বর) দুপুরে তিনবিঘা করিডোর এলাকায় ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়।
আটক বিএসএফ সদস্যের নাম বেদ প্রকাশ। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পে কর্মরত ছিলেন। পতাকা বৈঠকে ভারতের পক্ষে ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক বিজয় প্রকাশ সুকলা এবং বাংলাদেশের পক্ষে ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন অংশগ্রহণ করেন।
এর আগে, রোববার ভোরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন এলাকায় সীমান্ত অতিক্রম করে প্রায় ১০০ গজ বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন বিএসএফ সদস্য বেদ প্রকাশ। এ সময় দহগ্রাম আঙ্গোরপোতা ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় টহলরত ৫১ বিজিবির সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যান। আটককালে তার কাছ থেকে একটি শটগান, দুটি গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, আটক বিএসএফ সদস্যকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয় এবং পরবর্তীতে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে বিএসএফ কর্তৃপক্ষ অনুপ্রবেশের ঘটনায় দুঃখ প্রকাশ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সতর্কতা জোরদারের আশ্বাস দেয়।
এ বিষয়ে ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন জানান, আটক বিএসএফ সদস্য জিজ্ঞাসাবাদে বলেছেন— গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে কুয়াশার কারণে দিকভ্রান্ত হয়ে তিনি ভুলবশত বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন।
প্রসঙ্গত, সীমান্ত এলাকায় উদ্ভূত যেকোনো সংবেদনশীল পরিস্থিতিতে পারস্পরিক যোগাযোগ, সংযম ও কূটনৈতিক শিষ্টাচার বজায় রেখে সমস্যা সমাধানের ক্ষেত্রে বিজিবি ও বিএসএফের মধ্যে বিদ্যমান সমন্বয় সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।