আবারো চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্রের চালান জব্দ করল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
মাত্র আট দিনের ব্যবধানে আবারও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অস্ত্রের একটি চালান জব্দ করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন। তবে এ ঘটনায় অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে মনাকষা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা।
বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ব্যাটালিয়নের সদর দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিরাজমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৫৩ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনাকষা ইউনিয়নের রাঘববাটি এলাকায় সকাল ১১টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ব্যাগের ভেতরে কালো পলিথিনে মোড়ানো দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি চক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে বিজিবি সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে এবং অবৈধ আগ্নেয়াস্ত্র যেন দেশে প্রবেশ করতে না পারে সে জন্য এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগে একই ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা গত ১৫ ডিসেম্বর মালিকবিহীন অবস্থায় অভিযান চালিয়ে চারটি বিদেশি পিস্তল, নয়টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি জব্দ করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।