ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর ত্রিপুরায় বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ, হাসপাতালে ভর্তি
![]()
নিউজ ডেস্ক
ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেষপুর এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–এর ৯৭ নম্বর ব্যাটালিয়নের এক জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত ৩৫ বছর বয়সী জওয়ান বিপিন কুমারকে প্রথমে ধর্মনগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়।
ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্জী জানান, জওয়ানের শরীরে আগ্নেয়াস্ত্রের দুটি জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থা মোটামুটি স্থিতিশীল হলেও বর্তমানে তিনি ক্রিটিক্যাল। স্থানীয় হাসপাতাল ও জিবি হাসপাতালে চিকিৎসা চলমান রয়েছে।

বর্তমানে বিএসএফের স্থানীয় দফতর এবং দিল্লিতে সদর দফতর থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, জওয়ানকে লক্ষ্য করে কোথা থেকে গুলি ছোড়া হয়েছে তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনা প্রসঙ্গে সীমান্ত এলাকায় সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এবং বিএসএফের টহল সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন এবং সীমান্ত এলাকায় কার্যক্রম তদারকি করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।