পেট্রাপোলে বাংলাদেশ অভিমুখে লংমার্চ আটকে দিল বিএসএফ

পেট্রাপোলে বাংলাদেশ অভিমুখে লংমার্চ আটকে দিল বিএসএফ

পেট্রাপোলে বাংলাদেশ অভিমুখে লংমার্চ আটকে দিল বিএসএফ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বেনাপোলের ওপারে ভারতের পেট্রাপোল বন্দর এলাকায় বাংলাদেশ বিরোধী বিক্ষোভ সমাবেশ করেছে সনাতনী ঐক্য পরিষদ। বাংলাদেশের ময়মনসিংহের ভালুকা উপজেলায় পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার প্রতিবাদে আজ বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে তারা এই সমাবেশের ডাক দেয়।

বিষয়টি নিশ্চিত করেন পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী।

বিক্ষোভকারীরা বাংলাদেশ অভিমুখে লংমার্চ করার সময় ভারতীয় সীমান্তরর্ক্ষী বাহিনী বিএসএফ তাদের আটকে দেয়। পরে তারা সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে বাংলাদেশের দিকে মাইক তাক করে বাংলাদেশবিরোধী উসকানিমূলক বিভিন্ন স্লোগান দেন। এসময় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যদের সতর্ক অবস্থায় দেখা যায়।

পরে ভারতের বনগাঁও বাটার মোড় এলাকা হয়ে বনগাঁও হিন্দু নাগরিক ঐক্য মঞ্চ ও সনাতনী ঐক্য পরিষদের ব্যানারে আরেকটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন বিজেপির এমএলএ অশোক কীর্তনীয়া ও বিজেপির এমপি শান্তনু ঠাকুর।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed