কাশ্মীরে সেনাক্যাম্পে গুলিতে ভারতীয় সেনা কর্মকর্তা নিহত, নিখোঁজ আরেক জওয়ান
![]()
নিউজ ডেস্ক
ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরের একটি সেনাক্যাম্পে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ভারতীয় সেনাবাহিনীর এক জুনিয়র কমিশন্ড অফিসার নিহত হয়েছেন। বাইরে থেকে হামলার সম্ভাবনা নাকচ করা হলেও সহকর্মীর গুলিতে ওই সেনা কর্মকর্তা নিহত হয়েছেন কিনা, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতের এই ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সেনাক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় নিহত ওই সেনা কর্মকর্তার নাম সুরজিত সিং। তিনি রেয়াসি জেলার বাসিন্দা। এদিকে গুলিবর্ষণের এই ঘটনার পর থেকে একজন জওয়ান নিখোঁজ রয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) দেয়া বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী বলেছে, সেনাবাহিনী শোকাহত পরিবারের পাশে রয়েছে এবং তাদেরকে সব ধরনের সহায়তা দেয়া হবে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়েছে, ঘটনাটির সঙ্গে সন্ত্রাসবাদের কোনও যোগসূত্র নেই। তবে সেনাবাহিনীর সদস্যের গুলিতে সহকর্মীর নিহত হওয়ার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমের কভরে বলা হচ্ছে, মঙ্গলবার রাতে বারি ব্রাহ্মণা ক্যাম্পে গুলির শব্দ শোনা যায়। পরে সেখানে কর্তব্যরত এক জুনিয়র কমিশন্ড অফিসারকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাকে কাছাকাছি একটি হাসপাতালে নেয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
সূত্র আরও জানিয়েছে, গুলিবর্ষণের এই ঘটনার পর থেকে একজন জওয়ান নিখোঁজ আছেন এবং তাকে সন্দেহভাজন হিসেবে খোঁজা হচ্ছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, তিনি একই ক্যাম্পে কর্মরত ছিলেন এবং ঘটনার পর কিছু অস্ত্র-গোলাবারুদ নিয়ে পালিয়ে গেছেন। তাকে ধরতে তল্লাশি চলছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। গুলির ঘটনার প্রধান সন্দেহভাজন যে সৈন্য এখন পলাতক, তিনি জম্মুর বাসিন্দা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।